শুধু বাড়তে থাকে ক্লান্তি, শরীরের এ মাথা থেকে ও মাথা। এভাবে সর্বশরীরে ক্রমশ ছড়িয়ে পড়ে দ্রুত অক্ষমতার বিষবৃক্ষ,অন্তরে হাহাকার, অনুভবের সিড়ি বেয়ে নামতে থাকে হতাশা আর আত্বগ্লানি।জুয়েল আর ভাবতে চায়না স্মৃতি কাটার আবরনে ঢাকা বর্নিল দিনগুলোর কথা। কত আয়োজনের অন্তরালে...